শিরোনাম :
ইসকন নিষিদ্ধের দাবীতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল মুরাদনগরের গাজিরহাটে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি বিতরণ। মুরাদনগরে সাবেক এমপি কায়কোবাদের দেশে আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা। মুরাদনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি কায়কোবাদের সুস্থ্যতা কামনায় দোয়া। ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার নবীনগর সদর পৌর মার্কেটে ভয়াবহ আগুন! নবীনগর মেধাবীদের তীর্থস্থান – নির্বাহী অফিসার রাজীব চৌধুরী নবীনগর মেধাবীদের তীর্থস্থান —- নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বাঁধা বিপত্তি অতিক্রম করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সফল সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে নিরপরাধ কোন ব্যক্তি হয়রানির স্বীকার হবে না সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

মা-গেমস খেলতে বারণ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতিনিধির নাম / ৩৪৭ বার
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

 

মোঃ রেজাউল হক রহমত
স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের-হোসেনপুরে গেমস খেলতে বারণ করায়, মায়ের সাথে অভিমান করে মির্জা সাজ্জাত হোসেন নুর (১৩) নামে এক শিক্ষার্থী কম্পিউটারের থ্রিডি তার গলায় পেঁচিয়ে আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার উপজেলা পরিষদের সামনে মা কম্পিউটার একাডেমি ও স্টুডিওতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। সে উত্তর পুমদী গ্রামের মীর্জা মোবারক হোসেনের ও নূরে আরা ছবি দম্পত্তির ছেলে ও মির্জা হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, মেধাবী শিক্ষার্থী মির্জা সাজ্জাদ হোসেন নুর কয়েকদিন ধরে কম্পিউটারে গেমস ও কার্টুন দেখায় খুব আসক্ত হয়ে পড়েছিল। যে জন্য গত কয়েকদিন ধরে সে নিয়মিত স্কুলে যেত না। ঘটনার দিন তার মা তাকে ধমক দিয়েছিল। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে, বৃহস্পতিবার বিকেলে তার মামার কম্পিউটার দোকানের শাটার বন্ধ করে বৈদ্যুতিক পাখার হুকে গলায় কম্পিউটারের তার পেঁচিয়ে আত্মহত্যা করে ৷

তার মামা দোকান খোলার জন্য ডাকাডাকি করলেও দোকান না খোলায় তিনি পেছন দিক দিয়ে প্রবেশ করে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে, প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ টুটুল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় আত্মহত্যার মামলা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ