ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪৪ তম বিজ্ঞান মেলা, শীতবস্ত্র বিতরন উদ্ভোধন ও আইন শৃঙ্খলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃখলিলুর রহমান খলিল ঃ আজ ২৯/০১/২০২৩ রোজ সোমবার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর ১৮ টি স্টল নিয়ে বসেছে। পরে অতিথি প্রধান অতিথি এসব স্টল পরিদর্শন করেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।