আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনে ফয়জুর রহমান বাদলকে নৌকা মার্কায় বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দুপুরে কালঘরা খেলার মাঠে বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন শিপনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
ফয়জুর রহমান বাদল তার বক্তব্যে বলেন, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করবো,দলের ও আমার নসম ভাঙ্গিয়ে দালালী করার সুযোগ ব্যাপারীরা অতীততেও পারেনি ভবিষ্যতেও পারবে না। যারা ক্ষমতার লোভে গত উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেছেন তাদের কে নৌকার পক্ষে কাজ করে পাপ মোচনের আহ্বান জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন চৌধুরী শাহান,বোরহান উদ্দিন আহমেদ, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, মোস্তফা জামাল, জসিম উদ্দিন আহমেদ,
, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সাইফ আহমেদ মিঠু, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।