ন্যায় বিচার নিশ্চিত করতে ও উন্নয়ন ধারা ত্বরান্বিত করতে আবার জনপ্রতিনিধি হতে চাই – ফয়জুর রহমান বাদল
মোঃখলিলুর রহমান খলিল ঃ২৫/১২/২০২৩ রোজ সোমবার নবীনগর পূর্ব এলাকার শিবপুর ইউনিয়নের মিরপুর উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
জসীম উদ্দীন শিশু মাষ্টারের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দ্বাদশ সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।
ফয়জুর রহমান বাদল তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হয়ে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ছিলাম,বৃহৎ উন্নয়ন বাস্তবায়ন করে ছিলাম কিন্তু পরবর্তীতে আইনের শাসন ও শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায় যা দুঃখ জনক,আমি ন্যায় বিচার নিশ্চিত করতে ও উন্নয়ন ধারা ত্বরান্বিত করতে আবার জনপ্রতিনিধি হতে চাই, আমি বিশ্বাস করি এলাকার জনগণ আমাকে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট প্রদান করে নির্বাচিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের নেতৃবৃন্দ ও মিরপুর গ্রামের উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সম্পাদক মাহাবুব রহমান, রাশেদুর রহমান সরকার, শরীফুল ইসলাম, স্বপন চন্দ্র সরকার, গ্রামের লোকজন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাদাত হোসেন শাহিন মাষ্টার