নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মোঃ খলিলুর রহমান খলিলঃ- ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নবীনগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সূর্যদয়ের শুরুতেই তুলক ধ্বনি ও গার্ড অফ অনারের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্মিত স্বাধীনতা স্তম্ভে পুর্ষ্পস্তবক অর্পন করেন জনপ্রতিনিধি, প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নবীনগর উপজেলা নির্বার্হী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।
পরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কোচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।