~ শুভ জন্মদিন বাকের ভাই ~
আসাদুজ্জামান নূর
তথ্য সংকলন এমদাদ সরকার
মুক্তিযোদ্ধা, অভিনেতা, নির্দেশক, প্রযোজক,
সংগঠক,আবৃত্তিকার, রাজনীতিবিদ এবং
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা সদস্য
(জন্ম:৩১ অক্টোবর ১৯৪৬)
১৯৭২ সালে তাঁর অভিনয় জীবন শুরু হয় মঞ্চদল “নাগরিক” নাট্য সম্প্রদায়ের সাথে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। এই দলের দুটি নাটকের নির্দেশনা প্রদান করেছেন, যার মধ্যে দেও
গাজীর কিসসা বহুল জনপ্রিয়তা লাভ করেন। নূর ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশনে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এইসব দিনরাত্রি (১৯৮৫), অয়োময় (১৯৮৮), কোথাও কেউ নেই (১৯৯০), আজ রবিবার (১৯৯৯) ও সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড (১৯৯৯)। রেডিওতে প্রচারিত তাঁর নাটকের সংখ্যা ৫০ এরও অধিক।
টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল হুলিয়া (১৯৮৪), দহন (১৯৮৬), শঙ্খনীল কারাগার (১৯৯২) আগুনের পরশমণি (১৯৯৪), চন্দ্রকথা (২০০৩)।
সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ছিলেন পুরোদস্তুর অভিনেতা, এখন নেতা, ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি সবার প্রিয় আসাদুজ্জামান নূর। অধিকাংশ চরিত্রকেই জীবন্ত করে তোলার দারুণ ক্ষমতা রয়েছে তার। ‘এইসব দিনরাত্রি’র রফিক, ‘বহুব্রীহি’র আনিস, ‘অয়োময়’র ছোট মির্জা, কোথাও কেউ নেই’-এর বাকের ভাই, ‘নিমফুল’র মনা ডাকাত, ‘আজ রবিবার’র ফরহাদ, ‘শঙ্খনীল কারাগার’-এর খোকা তিনি। একাধারে মঞ্চ, টিভি নাটক ও রূপালি পর্দায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন আসাদুজ্জামান নূর। নীলফামারীর কৃতি এই সন্তান কাজের সুবাদে পেয়েছেন মানুষের ভালোবাসা, স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা।
(গুগল সহায়তায় সম্পাদিত)