বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আল মামুন সরকারের দাফন সম্পূর্ণ

প্রতিনিধির নাম / ৬৬৯ বার
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আল মামুন সরকারের দাফন সম্পূর্ণ

মোঃ খলিলুর রহমান খলিল ঃব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আল মামুন সরকার আজ ০২/১০/২০২৩ রোজ শুক্রবার সকাল ১০টায় নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।তিনি দীর্ঘ দিন যাবৎ জটিল রোগে আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তান ও অসংখ্য গুণবাহী রেখে গিয়েছেন।আল মামুন সরকারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। দিনবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তার ঝড় উঠে।
আল মামুন সরকারের জানাজা নামাজ আজ বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপির পরিচালনায় এসময় উপস্থিত থেকে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব  আলী, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন,আইনমন্ত্রী আনিসুল হক,এ এম তাজুল ইসলাম তাজ,সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমূখ।
বক্তারা আল মামুন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন।নামাজ শেষে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নামাজে আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের প্রায় ত্রিশ হাজার লোক উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শেরপুর কবর স্থানে তাকে দাফন করা হয়।
রাজনৈতিক জীবনে তিনি একাধিক বার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন,তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জেলা পরিষদ নির্বাচনে ২০২২ সালে চেয়ারম্যান নির্বাচিত হন।

আল মামুন সরকারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষথেকে শোকবার্তা দেওয়া হয়।
আল মামুন সরকারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ