শিরোনাম :
আলোচিত সুশান্ত হত্যার তিন আসামী গ্রেফতার খারঘর গণহত্যা দিবসে ৭১ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল কর্তৃক নোয়াখালীর সেনবাগে ত্রাণের উপহার সামগ্রী বিতরণ পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে স্থানীয়দের সাথে মতবিনিময় নোয়াখালীতে থানায় অগ্নিসংযোগ, পুলিশকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার-৩ নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার কোম্পানীগঞ্জে ১৩টি মন্দিরে ৬৫ হাজার টাকা অনুদান দিলেন- হাসনা জসীম উদ্দিন মওদুদ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মিথ্যা স্ত্রীর হাতে স্বামী সিরাজুল ইসলাম খুন, রহস্যে ঘেরা খুনের তথ্য উন্মোচন ৫৯ বিজিবি অভিযান পরিচালনা করে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল আটক
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর জীবন আদর্শ অনুসরণ করলেই সুন্দর পৃথিবী গঠন সম্ভব – সাবেক এমপি ফয়জুর রহমান বাদল

প্রতিনিধির নাম / ৮০৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক এমপি ফয়জুর রহমান বাদল

মোঃ খলিলুর রহমান খলিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শহরে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে একটি জশনে জুলুস বের হয়। জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী পাইলট স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতি এনামুল হক কুতুবির সভাপত্বিতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল।

ফয়জুর রহমান বাদল বক্তব্যে বলেন” নবী করিম সাঃ জীবন আদর্শ অনুসরণ করলেই সুন্দর পৃথিবী গঠন সম্ভব, পাশাপাশি তিনি বলেন আজ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু  আজ যেহেতু ঈদে মিলাদুন নবী, নেত্রী তার জন্মদিনের সকল অনুষ্ঠান না করতে নির্দেশ দিয়েছেন এবং ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করতে নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, শফিকুল ইসলাম, মোস্তফা জামান,জহির উদ্দিন সিদ্দিক টিটু,ভিপি আব্দুর রহমান, খায়রুল  আমিন, হাবিবুর রহমান,  শরিফ উদ্দিন, হাজী কানু মিয়া, হাজী বাচ্চু মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মাওলানা রাশেদুল হাসান, এমদাদুল বাড়ী, ক্বারী আব্দুল বাছির, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু ও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মতিন। এ সময় বক্তারা বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদে আজম। সৃষ্টির কল্যাণে আজকের এই দিনেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পৃথিবীতে আগমন করেছিলেন। বক্তারা, সত্য ও মানবতার মহান রাসুলের আদর্শ অনুসরণ করে একটি কল্যাণময়, শান্তিপূর্ণ পৃথিবী প্রতিষ্ঠায় সকলের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় বলে জানান
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহাবুব আলম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ