শিরোনাম :
স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত রাণীশংকৈলে ইউনিয়ন CSO ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত: হাটহাজারী ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মাসিক অনুষ্ঠান বোদা ইসলামবাক মাদ্রাসায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন কানকাটা কাদিরা, প্রবাসীসহ গ্রেপ্তার ৩ রাউজানে কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার ৬৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা: নোয়াখালীতে ২ হাজার ৮০০ শিক্ষার্থীর উৎসবমুখর অংশগ্রহণ নবীনগরে গ্রেপ্তার ৩ নবীনগরে গ্রেফতার ৩
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

সাপের কামড়ে স্কুল ছাত্রী সোনিয়া আক্তার নিহত

প্রতিনিধির নাম / ১২৪০ বার
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

15

নবীনগর উপজেলায় সাপের কামড়ে সোনিয়া আক্তার নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল।

সোনিয়া আক্তার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তার পিতার নাম  মজনু খান।

পরিবারের বরাতে বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাইয়ুম প্রতিদিনের বাংলাদেশকে জানান, সোনিয়া শনিবার রাতে ঘরে সোফায় বসে হাতে মেহেদি দিচ্ছিল। এসময় একটি বিষধর সাপ তার বাঁ পায়ে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে সোনিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, শনিবার রাত সাড়ে নয়টার দিকে সোনিয়াকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই সে মারা যায়। সোনিয়ার পায়ে সাপের কামড়ের চিহ্ন রয়েছে। বিষধর কোনো সাপের কামড়েই সোনিয়ার মৃত্যু হয়েছে।’

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘সোনিয়া আমার স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলে। তার এমন মর্মান্তিক মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। স্কুলে এসেই তার জন্য দোয়া পড়িয়েছি।’

গত একবছর আগেও একি  উপজেলার আলমনগর গ্রামে নিপেন্দ্র সূত্র ধর নামে একজন সাপের কামড়ে নিহত হয়।

নবীনগর সদর হসপিটালে বিষাক্ত সাপের বিষ ধ্বংস কারী ব্যাকসিন রাখা এখন সময়ের দাবী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ