নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তর প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
জনতা নিউজ ডেস্ক ঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে আলমনগর উত্তরপাড়া চকবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
কামাল উদ্দিনের সভাপতিত্বে
আলমনগর পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূরে আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন
জাতীয় পার্টির নবীনগর পৌরসভার সাধারণ সম্পাদক মো: কুদ্দুস মিয়া, ,জাপান প্রবাসী মো: আবদুল মতিন, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রুমান, রুবেল,মেহেদী, রাজিব, মহসিন প্রমূখ।
এসময় উপস্থিত বক্তারা আলমনগর গ্রামের পুরাতন ভোট কেন্দ্রটি বর্তমান স্থানেই রাখতে সবাইকে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার জোর দাবি জানান।
উল্লেখ আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের জায়গা সংকট সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করে সাবেক ছাত্রনেতা ওমর ফারুক ও আবু সাইদ যৌথ ভাবে কেন্দ্রটি আলমনগর উঃপাড়া পৌর মাঈনুউদ্দীন আহমেদ উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরের জন্য নির্বাচন অফিসে আবেদন করেন।