শিরোনাম :
ইসকন নিষিদ্ধের দাবীতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল মুরাদনগরের গাজিরহাটে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি বিতরণ। মুরাদনগরে সাবেক এমপি কায়কোবাদের দেশে আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা। মুরাদনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি কায়কোবাদের সুস্থ্যতা কামনায় দোয়া। ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার নবীনগর সদর পৌর মার্কেটে ভয়াবহ আগুন! নবীনগর মেধাবীদের তীর্থস্থান – নির্বাহী অফিসার রাজীব চৌধুরী নবীনগর মেধাবীদের তীর্থস্থান —- নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বাঁধা বিপত্তি অতিক্রম করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সফল সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে নিরপরাধ কোন ব্যক্তি হয়রানির স্বীকার হবে না সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ!

প্রতিনিধির নাম / ৭৩২ বার
আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ!

মোঃ খলিলুর রহমান খলিল ঃ আবৃত্তির প্রতি প্রবল অনুরতি থেকেই  ‘নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্র’ নামে নতুন করে একটি সংগঠনের সাথে পথ চলা শুরু হয়েছে।

গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী মো. মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম রাশেদুল হক।নবীনগর সরকারি পাইলট উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছার সভাপতিত্বে, শিক্ষক ও আবৃত্তিজন স্বরূপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, প্রথা বিরোধী লেখক, নাট্যকার অধ্যক্ষ কামরুল হুদা পথিক, নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম,  কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো. ইসহাক, সংস্কৃতিজন ও সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, , উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, নবীনগর প্রেসক্লবের সভাপতি শ্যামা চক্রবর্তী শ্যামল, নবীনগর থানার উপপরিদর্শক মিজানুর রহমান, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, আবৃত্তিশিল্পী মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পীবৃন্দ। একক আবৃত্তি করেন বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির প্রাক্তন অর্থ সম্পাদক ও মাইলস্টোন কলেজের শিক্ষক জালাল হোসাইন শাফিন, সোনালী সকাল আবৃত্তি সংগঠনের পরিচালক ফাহিম মুনতাসীর, তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পী রেজা এ রাব্বি, তাসফিয়া ইসলাম প্রমি, ফারদিয়া আশরাফী নাওমি, ফাহিমা ইসলাম, নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের ইভা আহমেদ, ফারিহা আহমেদ, শাহাব উদ্দিন, মৌমিতা দেবনাথ, আব্দুর রাহিম, দেবলিনা স্নেহা, সূর্য দেবনাথ, নওসিন রামিছা, আদিল, নূরে নুজাত মৌমি।

অনিন্দ্য আবৃত্তি পরিবেশন, আলোচকদের ঋদ্ধ বক্তব্য শেষে সঙ্গীতশিল্পী ও শিক্ষক অজয় মুখার্জির নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ