তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবীনগরে বীরমুক্তিযুদ্ধা রেহান উদ্দিনের পরিবারের উপর হামলা
মোঃ খলিলুর রহমানঃ- নবীনগর পৌর এলাকার ০৩ নং ওয়ার্ড উত্তর পাড়ার নিবাসী বীরমুক্তিযুদ্ধা রেহান উদ্দিনের পরিবারের সদস্যের উপর হামলার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় গত ২৬ আগষ্ট শনিবার বীরমুক্তিযোদ্ধা রেহান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম বাড়ীর নিজস্ব জায়গায় সবজি বাগানের মাচা তৈরির সময় প্রতিবেশী একরাম মিয়া (২৫) বাধা প্রদান করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মনোয়ারা বেগম ভয়ে ঘরে চলে আসে। পরবর্তী সময়ে রহিছ মিয়া,একরাম হোসেন,আল-আমীন, মাসুদ মিলিত হয়ে বীর মুক্তিযোদ্ধা রেহান উদ্দিনের বসত ঘরে হামলা চালায়, এই সময় তাদের হামলা বীর মুক্তিযোদ্ধা রেহান উদ্দিনের স্ত্রী মনোয়ারা (৫৫), বড় ছেলে শাহাবুদ্দিন, মেয়ে নাহিদা আক্তার ও ছোট ছেলে তারেক হোসেন আহত হয়।প্রতিবেশীরা আহতদের কে উদ্ধার করে নবীনগর সদর হসপিটালে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। আহতদের হাতে সেলাই, পায়ে ও সারা শরীরে যখমের চিহৃ রয়েছে।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা রেহান উদ্দিনের ছেলে তারেক হোসেন বাদী হয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী নারগিস বেগম বলেন হঠাৎ করে হামলা করে তাদের কে আহত করেছেন রহিছ মিয়ার নেতৃত্বে পাচ ছয় জন লোক।এবিষয়ে জানতে বীরমুক্তিযোদ্ধা রেহান উদ্দিন বলেন তদন্ত কর্মকতা আমার বাড়ীতে এসে তদন্ত করে গিয়েছেন আমি এই নেক্কার জনক ঘটনার সুষ্ঠ বিচার চাই