মোঃ খলিলুর রহমান খলিলঃ- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগ ১৫ আগষ্টের হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবীতে ও পলাতক আসামি তারেক জিয়ার রাজনীতি নিষিদ্ধের দাবীতে মানব বন্ধনের আয়োজন করেন।
৭ আগষ্ট সোমবার সকালে স্থানীয় ডাকবাংলোতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জিএস খায়রুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, যুবলীগ নেতা জামাল হোসেন পান্না, চঞ্চল সরকার, রহুল চিশতি, মোছা মিয়া, আবু কালাম আজাদ, মতিন,রাজিব, বাশার প্রমূখ।
মানব বন্ধন শেষে উপজেলা যুবলীগের পক্ষ থেকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়ে ও ২১ আগস্টের মাষ্টার মাইন্ড তারেক জিয়া কে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবীতে স্মারকলিপি দেওয়া হয়।