মোঃ খলিলুর রহমান খলিল , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ রোডে সন্ত্রাসী হামলায় জামালপুরের ৭১ টিভি ও বাংলা নিউজের প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬-৬-২৩) বিকাল ৪ টায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সহ-সভাপতি তাজুল ইসলাম,সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল প্রমূখ।
এ সময় বক্তব্যারা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।