নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ৬ ড্রেজার মেশিন জব্দ করলেন এসিল্যান্ড মাহমুদা জাহান
মোঃ খলিলুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।১৫ জুন বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ঘটনাস্থে কাউকে না পেয়ে ৬ টি ড্রেজার মেশিন জব্দ করে পুলিশের জিম্মায় রাখা হয়।
এসিল্যান্ড মাহমুদা জাহান বলেন, উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা মৌজায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে গভীর গর্ত করায় এবং ফসলি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্হলে কাউকে না পাওয়ায় ৬ টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং পুলিশের জিম্মায় দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড মাহমুদা জাহান।