ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় বোনের আত্মহত্যা
জনতা নিউজ ডেস্ক
১২/০৬/২০২৩ রোজ সোমবার কিশোরগঞ্জের ভৈর পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়ী এলাকার বাছির মোল্লার ছোট ছেলে নিরব( ১২) পানিতে ডুবে মারা যায়।ছোট ভাই নিরবের মৃত্যুর খবর শুনে বড় বোন নাজা(১৮) বাড়ীর ছাদ থেকে লাফ দিলে ঘটনা স্থলে নাজার মৃত্যু হয়।প্রত্যক্ষদশিরা জানাই নিরব বিকাল পাাঁচটায় পাশের একটি মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল ডোবায় পড়ে গেলে নিরব ফুটবল উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়। তার সহপাঠীরা উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই মৃত্যুর খবরে ভৈরব পৌর শহরে শোকের ছায়া নেমে আসে।