প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে একাধিবার ধর্ষণের অভিযোগে মামলা
সোহেল মিয়া জনতা নিউজ , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা-‘আমারে চকলেট খাওয়ার লাইগ্যা টেকা ও আম দেয়ার কথা কইয়া তার বাড়িত নিয়া মুখ গামছা দিয়া বাইন্দা নির্যাতন করেছে। তিন থাইক্যা চাইরবার তার বাড়িত নিছে, আর ইতা করছে। হে সময় বাড়িত কেউ আছিলো না। লিল মিয়া আমারে যা করছে, এই কথা কেউরে কইলে, চাক্কু দিয়া আমার গলা কাইট্টা দিবো- এমোন ভয় দেখাইছে, এর ল্যাইগা ডরে এই কথা আমি কেউরে কই নাই।’ চোখে-মুখে আতঙ্ক নিয়ে কথাগুলো বলেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের এক দরিদ্র পরিবারের ১১ বছরের প্রতিবন্ধী শিশু। বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের লাল মিয়ার ছেলে লিল...