মোঃখলিলুর রহমান খলিল জনতা নিউজ
নবীনগরে জননেতা মাহবুবুল আলম এর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে মনতলা টু সীতারামপুর সেতু মাহবুবুল আলম সেতু নামকরণের দাবী !
নবীনগর উপজেলার দৌলতপুর মার্কেট প্রাঙ্গনে মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসেন আশরাফী, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বায়েজিদ আহাম্মদ, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য ফখরুল আলম টনিক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ রুপ মিয়া, সাবেক মেম্বার মোঃ আবু কালাম, আব্দুল জলিল, মোঃ শফিউল্লাহ্ প্রমুখ।
স্মরণসভায় বক্তাগণ মাহবুবুল আলমের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করার পাশাপাশি গত ২০২১ সালের স্মরণ সভায় নবীনগরের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম.পির প্রতিশ্রুত অনুযায়ী সিতারামপুর টু মনতুলি নির্মিতব্য সেতুটি মাহবুবুল আলম সেতু নামকরণের দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
স্মরণসভা সঞ্চলনা করেন মাহবুবুল আলম স্মৃতি সংসদের সহ-সভাপতি সাংবাদিক এম. নুরুল আলম সরকার।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ।