নদী ও জীবন:
মোশাররফ হোসাইন
এসিল্যান্ড ব্রাহ্মণবাড়িয়া সদর
সভ্যতার ক্রমবিকাশ ও মানবসভ্যতায় উন্নয়নে এক অনবদ্য উপাদান হলো নদী। তাই পৃথিবীর সকল সভ্যতাই কোনো না কোনো ভাবে নদীর সাথে জড়িত। এখনো বিশ্ব জনসংখ্যার প্রায় ৬০ ভাগ নদী তীরবর্তী এলাকায় বসবাস করে। সুজলা সুফলা এই বাংলাদেশ, নদীর কল্যাণেই। সব মিলিয়ে নদীমাতৃক বাংলাদেশে নদীর উপস্থিতি আমাদের জীবনে যোগ করেছে ভিন্ন মাত্রা। আমাদের শিক্ষা-সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে এই নদীর প্রভাব। কবি সাহিত্যিকদের লেখনীর একটা বড় অংশ জুড়ে রয়েছে নদী। বিশ্ব কবি তাঁর নৌকা ডুবি উপন্যাসে বলেছেন, নদী কখনো সব কিছু নেয় না, নদী যা নেয় তা এক সময় ফিরিয়ে দেয় ক্ষেত্রবিশেষ অনেক বাড়িয়ে ফেরত দেয়।
সর্বোপরি-
“এই জীবন নদীর দুই তীর কখনো একসাথে ভাঙ্গে না, এক পাড় ভাঙে তো অপর পাড় গড়ে। এক পাড়ে ঢালু তো অপর পাড়ে সমতল ভূমি। জগত সংসারে ভাঙনের সুর অপেক্ষা গড়ার সুর বেশি বেগে বহমান তাই, এক সময়ের উত্তাল পাহাড়ী নদী সমুদ্রের কাছে কর্দমাক্ত পলি নিয়ে মিলিয়ে যায়। সকাল নদীর জোয়ারের গর্জন কখনো সন্ধ্যায় বাজে না, ভাটার টানে সব আওয়াজ মিলিয়ে যায়।”