মোঃ খলিলুর রহমান খলিল ঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৫০ শয্যার হাসপাতালের ৩ তলা বিশিষ্ট নবনির্মিত ভবন অবশেষে উদ্বোধন করা হয়েছে।যদিও এই নতুন ভবনে দুই মাস আগে থেকেই নবীনগর উপজেলা ও পার্শ্ববর্তী রায়পুরা ও মুরাদনগরের জনসাধারণ কে সেবা দেওয়া শুরু হয়েছে। জনশ্রুতি ছিল স্বাস্থ্যমন্ত্রীকে উপস্থিত করে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃহৎ উন্নয়নের নতুন ভবন উদ্ভোদন করা হবে।তবে অবশেষে স্হানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল অনাাড়ম্ব অনুষ্ঠানের মাধ্যমে সর্বশ্রেণীর পেশাজীবীদের নিয়ে নতুন ভবনের উদ্ভোধন করেন। ১৯শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনটি সংস্কার করে ৩১ শয্যার নতুন ভবনসহ ৫০ শয্যার পুরো হাসপাতালটি আধুনিক সাজে আত্মপ্রকাশ করেছে।
০৩/০৬/২০২৩ রোজ শনিবার সকাল ১১টায় ১০ কোটি টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে নবনির্মিত তিনতলা ভবণটি উদ্বোধণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্থানীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব সরকার, এ সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। অনেক দেশ এখনো মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারেনি। বাংলাদেশের সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।
এসময় তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৩১ জন ডাক্তার ও ২৭ জন নার্স রয়েছে। মহিলাদের মাতৃত্বকালীন নরমাল ডেলিভারী ও সিজার, চক্ষু সেবায় কমিনিউটি ভিশন সেন্টার, যক্ষা রোগের কফ পরিক্ষা সেন্টার, মায়ের গর্ভে ভ্রূণ পর্যবেক্ষণের জন্য আধুনিক আল্ট্রাসনোগ্রাফি, হৃদরোগের জন্য কার্ডিওলজি বিভাগ, শিশু চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞ তত্ত্বাবধানে শিশু বিভাগ, সাধারণ রোগীদের জন্য মেডিসিন বিভাগ রয়েছে। তিনি নবীনগর বাসীর চাহিদার প্রেক্ষিতে আগামী ছয় মাসের মধ্য হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ শাহ আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস,নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ হাবিবুর রহমান হাবিব, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবুসাইদ, যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ ও কবি মোবারক প্রমূখ।