নবীনগর পৌর সদরে যানজটে জনগন অতিষ্ট। এই যানজট নিরসনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করলেন নবীনগর উপজেলা কমিশনার ভূমি মাহমুদা জাহান। প্রশিক্ষণবিহীন ও অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার কর্তৃক অটো / থ্রি হুইলার চালানোর কারণে নবীনগরে যানজট সমস্যা বেড়েই চলেছে। যানজট নিরসনে আজ নবীনগর পৌরসভায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ড্রাইভারদের সতর্ক করার পাশাপাশি ৬ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
তাছাড়া, ক্যাফে রিভার ভিউ রেস্টুরেন্টের একটি পাইপ ফেটে নিচে ময়লা পানি পড়ে জনগণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২০০০ টাকা জরিমানা করেন তিনি। আজ বিকেলের মধ্যেই এই সমস্যা সমাধানের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড মাহমুদা জাহান